এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
তৃতীয় অধ্যায় : কোষবিভাজন- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায়: কোষবিভাজন’ থেকে ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। কোষ পর্যবেক্ষণ করতে কোনটির প্রয়োজন?
ক) দূরবীক্ষণ যন্ত্র খ) অণুবীক্ষণ যন্ত্র
গ) উত্তল লেন্স ঘ) অবতল লেন্স
২। অ্যামাইটোসিস প্রক্রিয়া নিচের কোনটিতে ঘটে?
ক) ইস্ট খ) ব্যাঙ
গ) আমগাছ ঘ) মানুষ
৩। মাইটোসিস কোষ বিভাজন কয় পর্যায়ে ঘটে?
ক) তিন খ) চার
গ) পাঁচ ঘ) দুই
৪। মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায় কোনটি?
ক) প্রো-মেটাফেজ খ) প্রফেজ
গ) টেলোফেজ
ঘ) অ্যানাফেজ
৫। প্রোফেজ পর্যায়ে কী ঘটে?
ক) পানি বৃদ্ধি পায়
খ) পানি হ্রাস পায়
গ) পানি হ্রাস ও বৃদ্ধি পায়
ঘ) কোনোটিই নয়
৬। কোনটি বহুকোষী জীব নয়?
ক) বটগাছ খ) কেঁচো
গ) মৌমাছি ঘ) ইস্ট
৭। বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষবিভাজন ঘটে?
ক) প্রোফেজ খ) মাইটোসিস
গ) মেটাফেজ ঘ) মিয়োসিস
উত্তর : ১.খ, ২.ক, ৩.গ, ৪.ক, ৫.খ, ৬.ঘ, ৭.খ।